এক সুলতানার কাহিনি

সুলতান জালালত আল-দুনিয়া ওয়াল-দিন রাজিয়া, যাঁর বিরুদ্ধে জীবনের শেষ যুদ্ধে গিয়েছিলেন তিনি, সেই বাহরাম শাহ নিজেই রাজিয়ার সমাধির ব্যবস্থা করেছিলেন। সুলতানা রাজিয়া, যিনি কিনা ইরান আন্দোলনের বহু শতাব্দী আগেই মাথা খুলে, পুরুষের পোশাক পরে দরবারে অধিষ্ঠিত হতেন। হাতির পিঠে চেপে দিল্লির রাস্তাতে রাজ্য পরিদর্শনে বের হতেন। দিল্লির ইতিহাসে সেই প্রথমবার সাধারণ মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে কোনও উত্তরাধিকার সংক্রান্ত বিবাদে নিজেদের পছন্দের ব্যক্তিকে স্থলাভিষিক্ত করে। আজ সেই সুলতানারই কাহিনি ।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 31 December, 2022 | 209 | Tags : Sultana Razia First Female Emperor South Asia Anti-Hijab Movement Mahsa Amini